মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। বন্ধ দোকানপাট, অফিস-কাছারি। কাজ হারিয়েছেন দেশের বহু মানুষ। অনাহারে ভুগছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। লকডাউন ক্রমশ দীর্ঘমেয়াদী হচ্ছে। দেশের এই কঠিন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কারোর জানা নেই।
এরই মধ্যে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকার। এছাড়াও দেশের এই দুর্দিনে অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা পরিস্থিতিতে দিন রাত সর্বক্ষণ মানুষের সেবায় সর্বদা নিজেদের নিয়জিত করেছেন পুলিশ আধিকারিকরাও।
Look what’s baking!
This 3 year old little baker Kabeer, had a BIG surprise for @CPMumbaiPolice
He made a priceless contribution to the #mumbaipolicefoundation with his hard earned money!
Ever seen a bigger heart than that of our wonderful little #coronawarrior ? @kshvjn pic.twitter.com/h8H8Q3N7uU
— Mumbai Police (@MumbaiPolice) May 13, 2020
এবার পুলিশকে সাহায্য করতে এগিয়ে এল ৩ বছরের খুদে। নিজের হাতে তৈরি করা কাপ কেক বিক্রির ৫০ হাজার টাকা মুম্বই পুলিশের হাতে তুলে দিল ছোট্ট কবীর। ইচ্ছে ছিল কেক বিক্রি করে সে ১০ হাজার টাকা জোগাড় করবে।
— Kabeer’s Cupcakes for Charity (@kshvjn) May 12, 2020
কিন্তু কবীরের তৈরি কাপ কেক মানুষের এতই ভালো লেগেছে যে ওই কেক বিক্রি করে ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলে সে। এরপরেই ৫০ হাজারের চেক এনে পুলিশের হাতে তুলে দেয় ওই খুদে। সঙ্গে পুলিশ কাকুদের জন্য এক বাক্স কাপ কেক আনতেও ভোলেনি সে।
এরপর মুম্বই পুলিশ ছোট্ট কবীর একটি ভিডিও পোস্ট করে তাঁদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে। আর তারপরই নিমেষে ভাইরাল হয়ে যায় পোস্টটি। করোনা মহামারিতে যখন চিন্তিত গোটা দেশ, ঠিক তখন ছোট্ট কবীর যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ালো, তা সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584