Omicron: মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত ৩ বছরের শিশু! দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা

0
86

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

মহারাষ্ট্র রাজ্যে গতকাল শুক্রবার তিন বছরের এক শিশুর শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট ৩৩ জনের ওমিক্রন শনাক্ত হলো। দেশের বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যম খবরটি প্রচারিত করেছেন।

Omicron

গতকাল বিকেল পর্যন্ত ভারতে ২৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল। করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ০.০৪ জনের কম মানুষ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন বলে জানান তিনি। তবে সন্ধ্যার দিকে নতুন করে আরও ৭ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর জানায় মহারাষ্ট্র রাজ্য সরকার। তাঁদের মধ্যে ছিল তিন বছর বয়সী শিশুটি। আর একজনের খবর আসে দেশের রাজধানী শহর দিল্লি থেকে।

লাভ আগরওয়াল বলেন, ভারতে চলতি মাসে ৯৩ জন বিদেশ থেকে আসা যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮৩ জন ওমিক্রনের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে এসেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ নভেম্বর পর্যন্ত দুটি দেশে ওমিক্রন শনাক্ত হয়। তবে এখন পর্যন্ত ৫৯টি দেশে ধরনটি ছড়িয়ে পড়েছে। দেশগুলোতে ২ হাজার ৯৩৬ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আরও ৭৮ হাজার ৫৪ জন ধরনটিতে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এটি নিশ্চিত হওয়ার জন্য তাঁদের শরীর থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে।

দেশে কয়েক সপ্তাহ ধরে দিনে কমবেশি ১০ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন। এ মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৩ কোটি ৪৬ লাখ ৭০ হাজার জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর এতে মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার জন।

আরও পড়ুনঃ করোনার দাপটে বন্ধ থাকা দক্ষিণ এশিয়ার সমস্ত স্কুল পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান ইউনিসেফের

এদিকে দক্ষিণ আফ্রিকার শিশুদের মধ্যেও ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিসের শীর্ষস্থানীয় বিজ্ঞানী মিচেল গ্রুম সম্প্রতি বলেন, খুব অল্প সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকায় অমিক্রন সংক্রমণ নজিরবিহীনভাবে বেড়েছে। এই সংক্রমণ কম বয়সীদের কাছ থেকে বয়স্কদের মধ্যে ছড়াচ্ছে।

দক্ষিণ আফ্রিকার চিকিৎসকেরা জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সের শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। আর ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির হার বেশি। বয়সভিত্তিক বিবেচনায় দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা। দ্বিতীয় অবস্থানে পাঁচ বছরের কম বয়সী শিশুরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here