সংবাদ সংগ্রহের অপরাধে সাংবাদিকের ৩ বছরের জেল

0
44

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আলজেরিয়ার সাংবাদিকের তিন বছরের জেল, অপরাধ গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নাগরিক বিদ্রোহের খবর সংগ্রহ করা। আলজেরিয়া উত্তাল হয় ২০১৯ সালে হাইরাক বিদ্রোহে। নাগরিকদের চাহিদা ছিল দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হোক। দেশ বিদেশের প্রায় সব সংবাদমাধ্যম এই খবর দেখায়, ছাপা হয়। শুধু এই অপরাধে আলজেরিয়ারই এক সাংবাদিককে তিন বছর কারাদণ্ডে দণ্ডিত করল আলজেরিয়া সরকার।

Khaled Drareni | newsfront.co
খালেদ দ্রারেনি। সংবাদ চিত্র

সাংবাদিক খালেদ দ্রারেনিকে গ্রেফতার করা হয় এই বিদ্রোহের খবর পরিবেশন করার কারণে। হাইরাক বিদ্রোহে অংশগ্রহণকারী সাধারণ মানুষ, সাংবাদিক থেকে শুরু করে সামাজিক কর্মী সকলেই কোর্ট চত্বরে জড়ো হয়ে দ্রারেনির মুক্তির দাবি জানান।

আরও পড়ুনঃ ১০১ দিনে করোনা হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে নিউজিল্যান্ড

দ্রারেনির সোশ্যাল মিডিয়া ফলোয়ার এবং বাকি আন্দোলনকারীদের চাপে প্রেসিডেন্ট আব্দেলজিজ বুটফ্লিকা পদ থেকে সরে যেতে বাধ্য হন। তাঁর উত্তরসূরি শাসক কথা দেন দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া শুনানিতে তার কোনো প্রতিফলন দেখা যায়নি, দ্রারেনি কে আরো ৫০ হাজার দিনার ফাইন করা হয় এবং তিন বছরের কারাদণ্ড ঘোষণা করা হল।

দ্রারেনির উকিল শুনানিতে বলেন, একজন সংবাদমাধ্যম কর্মী হিসেবে তাঁর মক্কেল কোনো অপরাধেই অপরাধী নন কারণ তাঁর কাজই হলো প্রকৃত সংবাদ জনসমক্ষে তুলে ধরা। এতদসত্ত্বেও সাংবাদিককে তিন বছর কারাদণ্ডে দণ্ডিত করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here