কৌশিকী অমাবস্যায় দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস

0
37

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

কৌশিকী অমাবস্যার প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় ইতিমধ্যে ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়েছে। গার্ডওয়াল টপকে মঙ্গলবার দুপুর থেকে সমুদ্রের জল স্থলভাগে প্রবেশ করতে শুরু করে। প্রতিবছর কৌশিকী অমাবস্যার দিনে দিঘা সহ আশেপাশের সৈকত এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায়। সেইমতো মঙ্গলবার দুপুর থেকে দিঘা সমুদ্র সৈকত চত্বরে ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়।

wave | newsfront.co
জলোচ্ছ্বাস দিঘায় ৷ নিজস্ব চিত্র

দীর্ঘ করোনা আবহ কাটিয়ে দিঘায় ইতিমধ্যে পর্যটকের আগমন শুরু হয়েছে। তার মাঝে মঙ্গলবার কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে সমুদ্রের জলোচ্ছ্বাস যেন পর্যটকদের কাছে এক উপরি পাওনা। এদিন জলোচ্ছ্বাস শুরু হওয়ার পর থেকেই পর্যটকরা সমুদ্র সৈকতে এসে জলোচ্ছ্বাস উপভোগ করতে শুরু করেন।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এসএনসিইউ ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

waves | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জাতীয় সড়কের বেহাল দশা! ক্ষুব্ধ স্থানীয়রা

তবে জলোচ্ছ্বাসের মধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কাউকে সমুদ্রে স্নানের জন্য নামতে দেওয়া হয়নি। পর্যটকদের কেউ যাতে সমুদ্রে না নামতে পারেন সেজন্য কড়া নজরদারি চলছে সমুদ্র সৈকত চত্বরে। অন্যান্য বছর কৌশিকী অমাবস্যার দিন দিঘা পর্যটকে পরিপূর্ণ থাকতো। তবে এ বছর করোনা আবহের জন্য সেই পরিমাণ পর্যটক না থাকলেও গত কয়েকদিনে যে সমস্ত পর্যটক এসেছেন তাদের কাছে এই জলোচ্ছ্বাস উপরি পাওনা।

মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা মেঘাচ্ছন্ন থাকে। পরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here