নিজস্ব প্রতিনিধি,নিউজ ফ্রন্ট,কলকাতা,১১সেপ্টেম্বর:
মায়ানমারে নির্যাতিত অসহায় রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াল সম্প্রীতির শহর কলকাতা। সে যেন এক জনসমুদ্র।কলকাতা কেঁপে উঠল ভূমিকম্পে ।
ইতিমধ্যেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, রোহিঙ্গাদের লক্ষ্য করে যেভাবে সামরিক অভিযান চালানো হচ্ছে , সেটি মনে হচ্ছে পাঠ্য বইয়ের জন্য ‘জাতিগত নিধনের’ উদাহরণ হয়ে থাকবে।
এদিন রোহিঙ্গা ইস্যুতে কলকাতায় যে জনসমুদ্র দেখা গেল তাতে অংশগ্রহণ করে ফুরফুরা দরবার শরীফ,সারা বাংলা সংখ্যালঘু যুবফেডারেশন,জামায়াতে ইসলামি হিন্দ,জমিয়তে আহলে হাদিস,ইয়ুথস ইসলামিক আসোসিয়েশন,সুন্নত অল জামাত,ইমাম ও মুয়াজ্জিন সংগঠন সহ বাংলার প্রায় সকল মুসলিম সংগঠন। সেই সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও সিপিআইএম নেতা বিধায়ক সুজন চক্রবর্তী,বুদ্ধিষ্ট নেতা হেমেন্দু বিকাশ চৌধুরী প্রমুখ বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন।মানবতার পক্ষে শান্তিকামী লক্ষাধিক মানুষ মিছিলে হাঁটলেন কলকাতা মহানগরীতে।
মুসলিম নেতারা মায়ানমারে মুসলিম গণহত্যাকে মানবতাবিরোধী বলে আখ্যা দেন।এই গণহত্যা বন্ধের জন্য মায়ানমার কে চাপ দিতে কেন্দ্র সরকারকে তাঁরা আহ্বান জানান।দেশে মায়ানমার দূতাবাস বন্ধেরও দাবি জানান মুসলিম নেতৃবৃন্দ।সিপিআইএম, কংগ্রেস নেতারা মুসলিমদের সভায় এসে বক্তব্য দিয়ে মায়ানমারে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584