সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
জোড়া বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছে গভীর জঙ্গল থেকে। আর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহত ওই মৎস্যজীবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিরিপুর এলাকায়।

স্থানীয় বনদফতর সূত্রে খবর, চারজন মৎস্যজীবীর একটি দল সুন্দরবনের ঝিলা জঙ্গলের বানতলা খালে ঢুকেছিল কাঁকড়া ধরতে। রবিবার সকালে। প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গলের জোয়ারের সময় ঢুকে কাঁকড়া ধরার জন্য তোড়জোড় শুরু করতেই পিছন দিক থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। নৌকা থেকে তুলে নিয়ে যায় ওই মৎস্যজীবীকে। নিহত মৎস্যজীবীর নাম সুশান্ত মন্ডল (৫২)।
আরও পড়ুনঃ সালিশি সভায় চলল গুলি
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে অন্য তিন সঙ্গী। বাঘের পিছনে ধাওয়া করেও দেহ উদ্ধার করতে পারিনি তারা। কারণ প্রত্যক্ষদর্শীরা জানান একটি বাঘ যখন দেহ মুখে করে টেনে নিয়ে চলে যাচ্ছে তখন আর একটি বাঘ তাদের উপর হামলা চালানোর জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে। জোড়া বাঘের আক্রমণ বুঝেই ওই তিনজন মৎস্যজীবী দেহ উদ্ধারের পরিকল্পনা স্থগিত রেখে সোজা নৌকায় চলে আসে।
নিহত মৎস্যজীবীর সঙ্গে ছিলেন ধরণী মন্ডল, শিবপদ মন্ডল ও কমলা হাউলী। এরপর বিষয়টি এলাকায় এসে জানান ওই মৎস্যজীবীদের দলটি। এলাকা থেকে লোকজন গিয়ে, যেখানে বাঘ সুশান্ত মন্ডলকে শিকার করেছিল তার থেকে প্রায় এক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে দেহটি উদ্ধার করে।
আরও পড়ুনঃ মোহনপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, আহত ৪
দেহটি যখন উদ্ধার করা হয় তখন দেখা যায় দেহটি মুন্ডুহীন অবস্থায় পড়ে রয়েছে। বনদফতর সূত্রে খবর, মৎস্যজীবীদের দলটি কোনরকম বৈধ অনুমতি পত্র ছাড়াই সুন্দরবনের জঙ্গলে ঢুকেছিল কাঁকড়া ধরতে। আর সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584