নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
চিনের শাসনেই দিন গুজরান হংকংবাসী। এবার সেই হংকংয়ের বাজার থেকেই সরে যাচ্ছে জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক। সম্প্রতি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারি করেছে বেজিং। এই আইন ঘিরে বিক্ষোভে ফুঁসছে হংকং।
আর কয়েকদিনের মধ্যে হংকং থেকে নিজেদের মোবাইল অ্যাপগুলি সরিয়ে নেবে চিনের সংস্থা বাইটড্যান্স লিমিটেড। ওই সংস্থা বিতর্কিত অ্যাপ টিকটকের মালিক। বাইটড্যান্স হল বিশ্বের সবচেয়ে দামি স্টার্ট আপ সংস্থা। বিশ্বের নানা প্রান্তে ওই সংস্থার অ্যাপ বিক্রি হয়। কিছুদিন আগেই ভারতে ওই অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে।
হংকংয়ে আইনের বিরোধিতা জানিয়েছে ফেসবুক, গুগল, টুইটার। তারপর চিনা অ্যাপ টিকটকের এমন সিদ্ধান্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এদিকে, স্বাধীন হংকংয়ের দাবিতে টিকটককে কাজে লাগিয়ে বহু গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী ভিডিও পোস্ট করতেন। টিকটক সরে যাওয়ার ফলে এ ধরনের ভিডিও পোস্ট করা থাকে বিরত থাকবেন বিক্ষোভকারীরা, ফলে আখেরে লাভ হবে কমিউনিস্ট পার্টির।
আরও পড়ুনঃ অনলাইন ক্লাস করলে আমেরিকা ছাড়তে হবে বিদেশি পড়ুয়াদের
সম্প্রতি সংস্থার এক মুখপাত্র বলেন, “হংকং-এ এখন যা পরিস্থিতি রয়েছে, তা আমাদের ব্যবসার পক্ষে অনুকূল নয়। তাই আমরা সরে যাচ্ছি।” পর্যবেক্ষকদের মতে এরপর অন্যান্য সোশ্যাল মিডিয়াও হংকং থেকে সরে যেতে পারে। ফেসবুক ও টুইটার ইতিমধ্যে হংকং-এ চিনের কড়া আইনের বিরোধিতা করেছে। চিনের নতুন আইনে হংকং-এর পুলিশকে অনলাইনে নজরদারি চালানোর ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াগুলির ধারণা, এরপর ওই আইন ব্যবহার করে প্রতিবাদীদের অপরাধী বলে চিহ্নিত করা হবে।
আরও পড়ুনঃ ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করছে মোদী সরকার
উল্লেখ্য, টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। চিন সরকার টিকটককে কাজে লাগিয়ে গ্রাহকদের তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ উঠেছে। আমেরিকার ১০ কোটি তরুণ-তরুণী টিকটক ব্যবহার করেন। তাই টিকটক-সহ একাধিক চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপের বিষয়ে শেষ পর্যন্ত ভারতের দেখানো পথে হাঁটছে আমেরিকাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584