যেমন দেশ তেমন অ্যাপ- টিকটক নিয়ে সরব সলোনি

0
56

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ভারত-চিন সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে সরব হয়েছেন অনেকেই। শুক্রবার শিক্ষাবিদ তথা ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সোনম ওয়াংচুক চিনা অগ্রাসনের বিষয়ে তীব্র বিরোধীতা করে চিনা পণ্য বর্জন করার কথা বলেন। এমনকি সোনম এও বলেন যে, তিনি নিজের ফোন থেকে টিকটক অ্যাপ আনইনস্টল করেছেন। ওই একই পথে যেন সকলেই হাঁটে। এবার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টিকটকের বিরুদ্ধে অভিযোগ আনেন কমেডিয়ান সলোনি গৌর।

Saloni Gaur | newsfront.co
সলোনি। ফাইল চিত্র

তিনি বলেন, ‘টিকটকে বাকস্বাধীনতা নেই’। ২০ বছরের সলোনির নাজমা আপি চরিত্রটি অত্যন্ত জনপ্রিয়। নাজমা আপি হিসাবে ভারত-চিন বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে একটি কৌতুক ভিডিয়ো তৈরি করেছিলেন সলোনি। চিনের আগ্রাসন নিয়ে তৈরি সেই কৌতুক ভিডিয়ো ডিলিটের অভিযোগ উঠল টিকটকের বিরুদ্ধে।

লাদাখ সীমান্তে চিনের অগ্রাসন নিয়ে কার্যত অচলাবস্থা জারি রয়েছে লাদাখ। সেই নিয়েই একটি ভিডিয়ো বানিয়েছিলেন সলোনি। নাজমা আপি হিসাবে তৈরি সেই ভিডিয়োতে টিকটককেও চিনের আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই কমেডিয়ান।

তিনি বলেছিলেন, ‘প্রথমে চিন সস্তা ফোন এবং টিকটক পাঠিয়ে ভারতের ইয়ুথ বরবাদ করেছে, তারপর করোনা পাঠিয়ে গোটা দেশ বন্ধ করিয়ে দিল। এরপর যখন সব ধীরে ধীরে ঠিক হচ্ছে তখন এরা আমাদের জমি চাই, জমি চাই করে যুদ্ধ করতে চলে এসেছে। লাদাখ সু্ন্দর জায়গা তা অবশ্যই মানছি। কিন্তু তাই বলে কি ওখানেই থাকবে?”

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃবিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের

সিএএ বিরোধী আন্দোলন, দিল্লি পুলিশের আচরণ নিয়ে একাধিক ভিডিয়ো তৈরি করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ইউটিউব, ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় সলোনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী এই কমেডিয়ান।

টিকটক তাঁর করা ভিডিওটি ডিলিট করে দিতেই টুইটারে দেওয়ালে সলোনি লেখেন, ‘তাহলে টিকটক ইন্ডিয়া আমার শেষ ভিডিয়োটি ডিলিট করে দিল,যেখানে আমি চিনকে নিয়ে মজা করেছি। যেমন দেশ,তেমন অ্যাপ। কিছু বলার স্বাধীনতাই নেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here