নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
স্কুলের কয়েকজন ছাত্রছাত্রী মিলে ক্লাসরুমে তৈরি করেছে টিকটক ভিডিও। আর সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোস্যাল মিডিয়ায়।
একটি ভিডিওতে হিন্দি গানের তালে নায়ক নায়িকার মতো হাত ধরে নাচতে দেখা যাচ্ছে স্কুলেরই ২ ছাত্র ও ১ ছাত্রীকে। আর সেই টিক টক ভাইরাল হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের সলসলাবাড়িতে।
বুধবার সকাল থেকে ধাপে ধাপে উত্তেজনা ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ী মডেল হাই স্কুলের সামনে।অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলের মধ্যে এমন একটি ভিডিও বানিয়ে সোস্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে।
আরও পড়ুনঃ নেটদুনিয়া যখন ভাইরাল ‘ফেস অ্যাপে’
কিন্তু স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে চুপচাপ রয়েছেন।সলসলাবাড়ী মডেল হাই স্কুলের এমন ঘটনা নিয়ে আজ প্রাক্তন ছাত্ররা স্কুলের প্রধান শিক্ষকের নিকট আলোচনা করতে গেলে তিনি বেলা তিন টায় অভিযুক্ত ছাত্র ছাত্রীদের অভিভাবককে ডেকে সভা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ ।
কিন্তু বেলা তিন টা নাগাদ প্রায় একশো প্রাক্তন ছাত্র স্কুলে গেলে প্রধান শিক্ষক বলেন সাত দিন পর সভা হবে।আর এর পরেই ছাত্ররা আরো উত্তেজিত হয়ে পড়ে।তাদের বক্তব্য আজ ই অভিভাবক দের ডেকে সভা করতে হবে।
স্কুলের প্রধান শিক্ষক সজল কান্তি রায় বলেন , “স্কুলে মোবাইল নিষিদ্ধ।এর পরেও ছাত্র ছাত্রী রা লুকিয়ে মোবাইল নিয়ে আসে।আগামী কাল থেকে স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা।
পরীক্ষা সাত দিন চলবে।পরীক্ষা শেষ হলে অভিভাবকদের ডেকে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”এলাকার বাসিন্দা ও স্কুলের প্রাক্তনীদের অভিযোগ,স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য স্কুলের মান সম্মান আজ তলানিতে ঠেকেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584