নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ
গ্রাফিক্স চিত্র
সোশ্যাল মিডিয়া হুহু করে ছড়াচ্ছে তেলিনিপাড়া সংঘর্ষের ছবি, ভিডিও। আর তা রুখতেই চন্দননগর ও শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসনের। ১৭ মে পর্যন্ত হুগলির চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমা এলাকায় সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। লকডাউনে কিছু অসৎ ব্যক্তি ইন্টারনেটের অপব্যবহার করছিলেন। আর তার জেরেই ১৭মে পর্যন্ত সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি কেবল টিভির সংযোগ ও ডিশটিভি পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চন্দননগর সাব-ডিভিশনের অন্তর্ভুক্ত ভদ্রেশ্বর তেলেনীপাড়ার বোমাবাজির ঘটনার ভুয়ো ছড়াতে শুরু করে। সরকারি নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও হোয়াটস গ্রুপে ভুয়ো খবর ঘুরছিল। এই ঘটনা নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১২মে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্ররোচনা দিয়ে বিভেদ ছড়ানো হচ্ছে, মানুষকে পণ্য হিসাবে দেখবেন না। এটা বিভেদ সৃষ্টি করার সময় নয়।”
ইন্টারনেট বন্ধের নোটিশ
চন্দননগর সাব-ডিভিশনের চন্দননগর থানা, ভদ্রেশ্বর থানা, সিঙ্গুর থানা, হরিপাল থানা, তারকেশ্বর থানার অন্তর্ভুক্ত এলাকায় ১৭মে পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। শ্রীরামপুর সাব-ডিভিশনের শ্রীরামপুর থানা, রিষড়া থানা, উত্তরপাড়া থানা, ডানকুনি থানা, চন্ডীতলা থানা, জাঙ্গীপাড়া থানার অন্তর্ভুক্ত এলাকায় ১৭মে পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584