শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম চলছে আজও। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের এই নিলামের প্রথম দিনে দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশীয় সাকিব আল হাসান, কেউ দলে নেয়নি স্টিভ স্মিথ-অইন মরগানদের মতো তারকাদেরও। সেখানে চমক দেখিয়েছেন সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড।
সোয়া আট কোটি টাকাতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে টিম ডেভিডকে। এই অলরাউন্ডারের জন্য আইপিএল অবশ্য নতুন নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এর আগেও তিনি খেলেছেন এই লিগে। তিনি এবার আম্বানির দলে রোহিত শর্মার নেতৃত্বে আলো ছড়াবেন। বর্তমানে তিনি খেলছেন পিএসএলের দল মুলতান সুলতান্সের হয়ে। সেখানে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেখানে অসাধারণ ব্যাট করছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞ মহলের ধারণা তাঁর ভয়ডরহীন ব্যাটিং আইপিএলে আলো ছড়াবে। তাছাড়া বিগ ব্যাশ-কাউন্টিতে নিয়মিত খেলেন তিনি।
আরও পড়ুনঃ চড়া দামে শ্রেয়স আইয়ারকে দলে টানলেন কলকাতা নাইট রাইডার্স, দাম পেলেন ১২.২৫ কোটি
এবারের নিলামে ফ্রাঞ্চাইজিগুলো দেশীয় ক্রিকেটারকে কেনার প্রতি ঝোঁক বেশী। রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে তরুণ ক্রিকেটার ইশান কিষান। পাশাপাশি চড়া দামে বিক্রি হয়েছে দীপক চাহার, শ্রেয়স আয়ার।
আরও পড়ুনঃ নর্থইস্ট ইউনাইটেড হারিয়ে লীগে দুই নম্বরে উঠে এল মোহনবাগান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584