লাবুশেনের সেঞ্চুরিতে গাব্বায় ভালো জায়গায় অস্ট্রেলিয়া

0
53

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

মার্নাস লাবুশেনের দুরন্ত সেঞ্চুরিতে গাব্বায় ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ভালো জায়গায় অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছে টিম পেইনের দল। ক্যাপ্টেন টিম পেইন ৩৮ এবং ক্যামেরন গ্রিন ২৮ রানে ক্রিজে রয়েছেন।যদিও এদিন শুরুটা দারুণ করে ভারত। ১৭ রানের মাথায় ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিসকে আউট করে ভারত।

Tim Paine | newsfront.co

ওয়ার্নার ১ রানে আউট হন, হ্যারিস করেন ৫ রান। এই দুই উইকেটের পতনের পর তৃতীয় টেস্টের মতো পার্টনারশিপ গড়েন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। দুজনে মিলে ৭০ রানের পার্টনারশিপ করার পর ৭৭ বলে ৩৬ করে অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন স্মিথ।

এরপর দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান লাবুশেন ও ম্যাথিউ ওয়েড। দুজনে মিলে ১০০ রানের পার্টনারশিপ করে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়েই যাচ্ছিলেন। কিন্তু তখনই ছন্দপতন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে ৪৫ রান করে টেস্ট অভিষেক হওয়া টি-নটরাজনের শিকার হন ওয়েড।

আরও পড়ুনঃ স্মিথদেরও আইপিএলে বিরাটদের মতো অবস্থা হয়েছিলঃ পেইন

শুরুটা ভাল করেও সেটা বড় স্কোরে কনভার্ট করতে ব্যর্থ হলেন তিনি। ওয়েড আউট হলেও লাবুশেন ভারতীয় বোলারদের ওপর প্রভাব বিস্তার করছিলেন। ভাল পারফরম্যান্স করে টেস্ট ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরিটাও করে ফেলেন। কিন্তু তারপরই আবার নটরাজনের জাদু। তার বলেই ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ২০৪ বলে ১০৮ রান করে আউট হন এই অসি তারকা। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারির সাহায্যে।

আরও পড়ুনঃ লিও নয় অশ্বিনই পারবে ৮০০ উইকেটের কাছাকাছি যেতেঃ মুরলী

অস্ট্রেলিয়ার স্কোর তখন ২১৩/৫। ভারতের কাছে সুযোগ ছিল আরো কয়েকটি উইকেট তুলে নেওয়ার। কিন্তু টিম পেইন ও ক্যামেরন গ্রিনের পার্টনারশিপ সেটা করতে দেয়নি। দুজনে মিলে ৬১ রানের অপরাজিত পার্টনারশিপ করেন দিনের শেষে। ৬২ বলে ৩৮ রানে ব্যাট করছেন অসি অধিনায়ক। গ্রিন ৭০ বলে ২৮ রানে ব্যাট করছেন।

ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান টি-নটরাজন। ১টি উইকেট পান মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। এখন দেখার দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা কত তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার ৫টি উইকেট তুলে নিতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here