চতুর্থ টেস্ট আমাদের গাব্বাতে বললে আমরা সেখানেই খেলব-ভারতকে খোঁচা পেইনের

0
34

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

একদিকে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ তথা শেষ ব্রিসবন টেস্ট খেলতে রাজি নয় তখন অস্ট্রেলিয়া শিবির একদম চনমনে তাঁদের ক্যাপ্টেন টিম পেইন তো ভারতকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে দিলেন। তার মন্তব্য ব্রিসবেন নয়, তাঁদের পাখির চোখ আপাতত সিডনি টেস্ট।

paine | newsfront.co

তারপরে যদি ভারতের মাটি মুম্বইয়ে খেলতে হয় তাহলেও নাকি আপত্তি নেই তাঁদের। এরকমই খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। অর্থাৎ আকার ইঙ্গিতে বোঝালেন গাব্বার উইকেটে খেলতে ভারত ভয় পাচ্ছে। তার কথায়, “কোথায় টেস্ট খেলা হবে, সেটা নিয়ে আমরা একেবারেই ভাবছি না। যদি আমাদের ফোন করে বলা হয় ম্যাচটা মুম্বইয়ে হবে তাহলেও আপত্তি নেই।

আরও পড়ুনঃ বার্সেলোনা দলে আবার করোনা হানা, বন্ধ মেসিদের অনুশীলন

আমরা সে ভাবেই পরিকল্পনা করব এবং গিয়ে ম্যাচটা খেলে আসব।আপাতত আমাদের লক্ষ্য শুধুই সিডনির ম্যাচ। আমরা প্রোটোকলের ব্যাপারে জানি। এটাও জানি সমর্থকরা আমাদের থেকে কী আশা করে। তারপরে সামনের সপ্তাহে কী হবে সেটা দেখা যাবে। আমরা তখন মানিয়ে নেব। নিয়ম সবার জন্যই এক এটা না আমাদের এক ভারতের এক।“

আরও পড়ুনঃ ঘোষিত সিডনি টেস্টে ভারতের একাদশ, মায়াঙ্কের জায়গায় দলে রোহিত

এরপরই পেইন বলেন, “কিছু একটা দলের ভিতরে হচ্ছে সেটা বুঝতে পারছি। ক্রিকেটীয় দিক থেকে নয়, অন্য কোনও ব্যাপারে একটা চাপা উত্তেজনা তৈরি হচ্ছে। ওদের শিবির থেকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সূত্রই বেরিয়ে আসছে। আমাদের কিছুতে আপত্তি নেই ওদের দেশে গেলেও অনেক সমস্যা হয় সেটা মানিয়ে নিই আমরা।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here