দক্ষিণ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক পেইন-ই

0
55

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ভারতের কাছে সিরিজ হারলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়ক টিম পেইনের উপরেই আস্থা রাখলো টিম ম্যানেজমেন্ট। ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন ম্যাথু ওয়েড৷ মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া৷

Tim Paine | newsfront.co

পেইনকেই অধিনায়ক রেখে প্রোটিয়া সফরে ১৯ সদস্যের দল ঘোষনা করল অজিরা। ঘরের মাঠে ভারতের কাছে ২-১ সিরিজ হারের পর পেইনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে তবে তার প্রতি আস্থা রেখে অজি নির্বাচকপ্রধান নির্বাচক ট্রেভর হনস বলেন, “পেইন ভারতের বিরুদ্ধে সাত নম্বরে দারুণ ব্যাটিং করেছে৷ টেস্টে উইকেটকিপিং ও ক্যাপ্টেন্সি নিয়ে আমরা এখনই বড় সিদ্ধান্ত নিতে চায় না। ওকে সুযোগ দিতে চাই টিম ম্যানেজমেন্ট ওর প্রতি আস্থা রাখছে।”

আরও পড়ুনঃ ভারতের ইংল্যান্ড সফরের সূচি ঘোষণা

প্রসঙ্গত বল বিকৃত করার অভিযোগে অধিনায়ক স্টিভ স্মিথ নির্বাসিত হন এরপর স্মিথ নির্বাসন ভেঙে ফিরে এলেও তাকে আর নেতৃত্ব ফিরিয়ে দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ উদ্বেগ নেই তবে আজই বাড়ি ফিরছেন না মহারাজ

পেইন নেতৃত্ব ধরে রাখতে পারলেও দক্ষিণ আফ্রিকা সফরের দলে জয়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন ওয়েড৷ এছাড়া ভারতের বিরুদ্ধে দলই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ধরে রাখলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here