স্পোর্টস ডেস্কঃ
টিম সাউদির ছয় উইকেটের জেরে ৩-০ তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড সফরের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হেনরি নিকোলাস(৬৪), রস টেলর(৬৯), লাথাম(৫৯) ও শেষের দিকে নিশাম(৩৭) ও গ্র্যান্ডহোমের(৩৭) দৌলতে ৫০ ওভারে নিউজিল্যান্ড ৩৩০ রানের বিশাল পাহাড় খাড়া করে। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর ২ উইকেট পেলেও ১০ ওভারে ৯৩ রান খরচ করেন।
জবাবে ব্যাট করতে নেমে টিম সাউদির দাপটে ২ রানের মাথাতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এক সময় মোহাম্মদ মাহমুদুল্লাহ যখন আউট হন তখন ১৪.৪ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ৬১। সেখান থেকে শৈফুদ্দিনকে(৪৪) সঙ্গে নিয়ে সাব্বির রহমান একদিনের ক্রিকেটে তাঁর প্রথম শতক(১০২) পূর্ণ করেন। শেষ পর্যন্ত বাংলাদেশে ৪৭.২ ওভারে ২৪২ রানে অলআউট হয়ে যায়। একই সঙ্গে টিম সাউদি বাংলাদেশের ৬ টি উইকেট তুলে নেন। নিউজিল্যান্ড ৮৮ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।
আরও পড়ুনঃবিরাট ধোনির লড়াই দিয়ে শুরু আইপিএল ২০১৯
স্বাভাবিকভাবেই প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন টিম সাউদি। একই সঙ্গে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট টুর্নামেন্টের পুরস্কার পান মার্টিন গাপ্টিল।
(ছবি সৌজন্যে-https://twitter.com/maxsportstv/status/1098140306862690306?s=19 এবং
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584