নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একশো বছরের ইতিহাস প্রথমবার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেল না লোগো, তার পরিবর্তে জায়গা পেল গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রতিশব্দ ‘ভোট’। আগামী ২ নভেম্বরের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে লোগো দেখা যাবে না পরিবর্তে সেখানে লেখা থাকছে ‘ভোট’। ভোট লেখা সেই প্রচ্ছদের একটি ছবি ভাইরালও হয়েছে আন্তর্জালে।
৩ নভেম্বর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। মার্কিন নাগরিকদের যথাযথভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করার জন্য এমন অভিনব উদ্যোগ টাইম ম্যাগাজিনের।
আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়া বিক্রি দ্রুততর করতে ফের শর্তে বদল আনল মোদী সরকার
২০০৮ সালে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার জন্য বিখ্যাত ‘হোপ’ পোস্টারটি যিনি তৈরি করেছিলেন, সেই শেপার্ড ফেইরে টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদের ডিজাইনার। প্রচ্ছদ চিত্রে দেখা যাচ্ছে রুমাল দিয়ে মুখ ঢাকা এক মহিলার ছবি, ব্যালট বক্সের ছবিও রয়েছে প্রচ্ছদে, আর ঠিক যে জায়গায় টাইম ম্যাগাজিনের লোগো থাকত, সেখানেই ইংরেজি বড় হরফে লেখা ‘VOTE’।
প্রচ্ছদের এমন ডিজাইনের নেপথ্যের কাহিনিও ব্যাখ্যা করেছেন শিল্পী শেপার্ড ফেইরে। তিনি বলেন, এই মুহূর্তে করোনা আবহে নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে হওয়া যথেষ্ট কঠিন হলেও মার্কিন নাগরিকরা নিজেদের কণ্ঠস্বর তুলে যথাযথ ক্ষমতা প্রয়োগে বিশ্বাসী।
আরও পড়ুনঃ চুরি যাওয়া সামগ্রী ফেরাল বিধাননগর থানা
পাঠকদের উদ্দেশ্যে টাইম এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেন্টাল বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের এই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখার কারণেই বিগত একশো বছরের ইতিহাসে এই প্রথমবারের জন্য লোগো সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে স্থান পেয়েছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রতিশব্দ ‘ভোট’।
এইবারের রাষ্ট্রপতি নির্বাচন আমেরিকায় ঠিক কতটা গুরুত্বপূর্ণ তার আরেকটি নিদর্শন বোধহয় টাইম ম্যাগাজিনের এই ঐতিহাসিক প্রচ্ছদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584