সময় সূচীতে আছে, আদতে নেই বাস

0
82

সুদীপ পাল,বর্ধমানঃ 

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সময় সূচীতে খুঁজে পাওয়া যায় অথচ বাস্তবে তার কোন অস্তিত্ব নেই।আছে তবু নেই নাকি নেই তবু আছে এটাই বুঝতে পারছেন না যাত্রীরা।কাটোয়া-জয়রামবাটি বাস যা কাটোয়ায় ছাড়ে সকাল ৬.৩০ মিনিটে। বাসটি বর্ধমানের উল্লাস মোড় হয়ে যায়। ফলে বর্ধমানের যাত্রীরা সরাসরি আরামবাগ বা বিষ্ণুপুর যাতায়াত করত এই বাসে।কিন্তু বাসটি হঠাৎ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন বর্ধমানের যাত্রীরা।বর্ধমানের বাসিন্দা তরুণ আড়ি বলেন,মাসে নিয়মিত কামারপুকুর, জয়রামবাটি যাই।এই বাসটি বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছি। সরকারি বাস হওয়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাত কিন্তু এখন বাসটি বন্ধ হয়ে গেছে অথচ সময়সূচিতে বাসটির উল্লেখ রয়েছে। বাস মালিক ইউনিয়ন এর সভাপতি নারায়ণচন্দ্র সেন বলেন,লোকসানের কারনেই বাসটি বন্ধ করে দিতে হয়েছে।তবে যাত্রীদের আগ্রহ দেখে বাসটি আবার চালু করা যায় কিনা তা পরিবহন দফতরে যোগাযোগ করে দেখা হবে বলে জানান নারায়ণবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here