অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু আইপিএল থেকে বিদায় নিতেই বিরাট কোহলির অধিনায়কত্বকে এক হাত নিলেন টিম ইন্ডিয়ায় বিরাটের প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর। গৌতি জানান, বিরাটকে আরসিবি অধিনায়ক পদে আর রাখার মানে নেই। গম্ভীর কেকেআরের হয়ে অধিনায়ক হিসেবে জোড়া আইপিএল জিতেছেন।
গম্ভীরের মতে, হয় এবার বিরাটের নিজে থেকে আরসিবির অধিনায়কত্ব ছাড়া উচিত। আর না হয়, আরসিবির উচিত ওঁকে বাদ দিয়ে অন্য কারও কথা ভাবা। গম্ভীর বলছেন, আট বছরটা অনেক দীর্ঘ সময়। এতদিন ট্রফি না দিতে পারলে অন্য যে কোনও অধিনায়ককেই সরানো হত। এই নিয়ে ১৩ মরসুম বেঙ্গালুরুতে আছেন, এর মধ্যে গত আট বছর অধিনায়ক হিসেবে। অথচ একবারও দলকে ট্রফি জেতাতে পারেননি। গম্ভীর বলছেন, “অনেক হয়েছে। এবার গদি ছাড়ুন বিরাট।“
আরও পড়ুনঃ চোট পেয়ে বেঙ্গালুরু ম্যাচে নেই ঋদ্ধি, পরিবর্ত শ্রীবৎস
আট বছর, অনেক অনেক সময়। দেখুন তো অশ্বিনের সঙ্গে কী হল? মাত্র দু’বছর ব্যর্থ হল, তারপরই ওঁকে সরিয়ে দেওয়া হল। আমরা ধোনি রোহিতদের কথা বলি। ওঁরা টানা অধিনায়কত্ব করছে। কিন্তু বিরাট একেবারেই ওদের মধ্যে পড়ে না। ধোনি তিনটি আইপিএল জিতেছে। রোহিত জিতেছে চারটি। সেজন্যই ওঁরা এতদিন ধরে অধিনায়ক আছেন। বিরাট ও গম্ভীরের সম্পর্ক কোনো দিনই ভালো নয় এবার সেটা আরও তিক্ত হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584