নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ ভোটার ও প্রতিবন্ধী ভোটারদের সচেতন করতে ১৫ টি ব্লকের জন্য ১৫টি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ, সবুজ ঝান্ডা উড়িয়ে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ট্যাবলোগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক।
আরও পড়ুনঃ ভোটারদের সচেতন করতে পথে নামলেন লোকশিল্পীরা
তিনি বলেন,সাধারণ ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের সচেতন করতে প্রতিটি ব্লকে একটি করে ট্যাবলো ঘুরে বেড়াবে।২০১৯ এর ২৩ শে এপ্রিল অনুষ্ঠিত হবে মালদার দুইটি কেন্দ্রে নির্বাচন।তা নিয়ে ভোটারদের সচেতন করতে এই টেবিলগুলো জেলার প্রতিটি ব্লকে ঘুরে সাধারণ ভোটারদের সচেতন করবে।
দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য ভোট দানের বিশেষ ব্যবস্থা থাকবে বুথে। ভোটাররা যেন নিজেরা ভোট দিতে পারেন সেদিকেও নজর থাকবে প্রশাসনের। কোন ভোটার যেন ভোট দান থেকে বাদ না পড়ে সেই কারণেই এই ট্যাবলোগুলির উদ্বোধন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584