নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সুশান্ত দাসের আসন্ন ধারাবাহিক ‘তিতলি’। ধারাবাহিকের কেন্দ্রীয় নারীচরিত্র তিতলি। সে শ্রবণশক্তিহীন। তিতলি পাইলট হতে চায়। কিন্তু কী ভাবে সে পাইলট হবে? সে তো কানেই শুনতে পায় না। ধারাবাহিকের প্রোমো নজরে আসার পরই নড়েচড়ে বসে দর্শককূল। তিতলির চরিত্রে ধরা দেবেন নবাগতা মধুপ্রিয়া চৌধুরী। গল্পে নায়িকা যখন আছে নায়ক থাকাও স্বাভাবিক। আলবাত রয়েছেন একজন নায়ক বাবু। আর সেই চরিত্রে দেখা যাবে অভিনেতা আরিয়ান ভৌমিককে।
আরিয়ান ‘কাকাবাবু ও সন্তু’ ছবির সন্তু। তা ছাড়াও ‘হ্যাকার’, ‘পূর্ব পশ্চিম দক্ষিণ-উত্তর আসবেই’ সহ আরও কিছু ছবিতে ধরা দিয়েছেন দর্শকের দরবারে। লকডাউনের আগেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শুটিং সেরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন তিনি।
ছোটপর্দাতে আগেও কাজ করেছেন তিনি ‘ঠাকুমার ঝুলি’তে। এবার একেবারে প্রধান নায়কের চরিত্রে আসতে চলেছেন তিনি। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সোমনাথ। তিতলি পাইলট হতে চায়। সোমনাথ কী হতে চায়? জানার জন্য অপেক্ষাই সম্বল।
আরও পড়ুনঃ জবা সেনগুপ্তর বাড়িতে বিবাহ বিভ্রাট
প্রযোজক সুশান্ত দাসের হাত ধরে জয়ী, দিয়া, জবা, আলোর পর এবার আরেক লড়াকু মেয়ে ‘তিতলি’। সে আসছে স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584