পিয়ালী দাস, বীরভূমঃ
আজ মঙ্গলবার ৭ই মে প্রকাশিত হলো ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট আয়োজিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল।দেশব্যাপী এই পরীক্ষায় আইএসসি দ্বাদশ শ্রেণীতে পাশের হার ৯৬.৫২ শতাংশ।
২০১৯ সালের ৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা।
পরীক্ষা শেষ হয় ২৫ শে মার্চ। সারা দেশে প্রায় ২.৫ লাখ পড়ুয়া আইসিএসসি এবং আইএসসি পরীক্ষা বসেছিল।
আজ বৈকাল ৩টে নাগাদ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।
ফল বের হওয়ার সাথে সাথেই উচ্ছাস পড়ুয়াদের মধ্যে। ১০০ শতাংশ নম্বর পেয়ে আইএসসি-তে দেশের মধ্যে যুগ্ম প্রথম স্থানাধিকারী কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র দেবাং কুমার আগরওয়াল ও বেঙ্গালুরুর বিভা স্বামীনাথন।সর্বভারতীয় দ্বিতীয় স্থানের তালিকায় রয়েছেন দেশের মোট ১৬ জন পড়ুয়া।তাঁদের প্রত্যেকের নাম্বার ৯৯.৭৫।
অন্যদিকে ফলাফল বেরোনোর সাথে সাথেই বোলপুরের পশ্চিম গুরুপল্লীর গকুল সাহুর পরিবারে নেমে আসে আনন্দ উচ্ছ্বাস।জানা যায়,তাঁদের সন্তান তিয়াস সাহু আইএসসিতে সম্ভাব্য দেশের তৃতীয়।
আরও পড়ুনঃ ইতিহাসে একশো শতাংশ পেয়ে রাজ্যের সেরা দশে ইসলামপুরের মানিনী
তিয়াস সাহু বোলপুরের সেন্ট টেরেজা স্কুলের ছাত্র।তাঁর প্রাপ্ত নাম্বার ৯৯.৫%।তাঁর প্রাপ্ত নাম্বার ইংরেজি ৯৯%, সমাজবিদ্যা ১০০%, ভূগোল ১০০% ও গণিত ৯৯%।
ফলাফলে জানতে পারার পর তিয়াস সাহু তাঁর পড়াশুনার বিষয়ে আমাদের জানাই, “খুবই ভালো লাগছে।সবাই যেমন রুটিন মাফিক পড়াশোনা করে,ঠিক তেমনই পড়াশোনা করতাম, আলাদাভাবে কিছু করতাম না।ছোট ছোট টার্গেট করে নিতাম পড়াশোনার সময়,যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে।কোন কোন দিন খুব পড়েছি,আবার কোন কোন দিন বই খুলিনি।আমার রাতে পড়তে বেশি ভালো লাগতো।
এত ভালো ফলাফলের জন্য কার অনুপ্রেরনা সব থেকে বেশি কাজ করেছে সে বিষয়ে তিয়াস জানান,“বাবা-মা এবং স্কুলের অনুপ্রেরণার আমার সফলতার পিছনে রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিয়াস জানান,এক্ষুনি সে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়তে চায় এবং পরে রিসার্চ করতে চায়।অংকের প্রতি ভালোবাসাতেই সে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584