পিয়ালী দাস, বীরভূমঃ
সিউড়িতে তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, রবিবার রাসউৎসব উপলক্ষে এলাকায় একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
যেহেতু করোনা মহামারীর জেরে সরকারি নির্দেশ আছে জমায়েত না করার, তাই সকল নিয়মবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করেন কর্তৃপক্ষ। দিন কয়েক আগে এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বুথ কমিটির বৈঠক ছিল।
আরও পড়ুনঃ ডিসেম্বরের মাঝামাঝিতে বিধানসভা ভোটের আসন সমঝোতা নিয়ে বৈঠক বাম-কংগ্রেসের
দলের পতাকা লাগানো ছিল রাসউৎসব অনুষ্ঠান কেন্দ্রের আশেপাশে। সোমবার সকালে এলাকায় গিয়ে দেখা যায় প্রায় ১০০ টি পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে কেও। তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।
আরও পড়ুনঃ অভিনব প্রচার আলিপুরদুয়ারে,’চলুন মাষ্টার মশাই ঘুরি বাড়ি বাড়ি ‘
এই মর্মে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিউড়ি থানার পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584