নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নারদ কাণ্ডে আজ সকালেই ফিরহাদ হাকিম সহ আরও চার জন তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তৃণমূলের নেতাদের গ্রেফতারি ঘিরে উঠছে প্রশ্ন।তৃণমূলের অভিযোগ, মুকুল, শুভেন্দু কোথায়? বিজেপিতে যোগ দেওয়ায় তাদের কি ছাড় দেওয়া হয়েছে?
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, একুশের নির্বাচনে হেরে যাওয়ায় বিজেপি মরিয়া হয়ে এরম আচরন শুরু করেছে। তিনি বলেন, এফআইআরে তো মুকুল রায় ও শুভেন্দু অধিকারীও নাম রয়েছে তাহলে তারা কেন বাদ গেলেন? কোথায় গেলেন মুকুল, শুভেন্দু? কেন গ্রেফতার করা হয়নি তাদের? পাশাপাশি আজকের এই পুরো ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগও তুলেছেন তিনি। এদিকে এই গ্রেফতারির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি বিজেপির।
আরও পড়ুনঃ মদন, শোভনের পর এবার নিজাম প্যালেসে হাজির রত্না
উল্লেখ্য, কয়েকদিন আগেই নারদ কাণ্ডে চার্জশিট গঠনের অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড়।রাজ্যপালের এই অনুমতিতে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। গ্রেফতারির পরে ফিরহাদ হাকিম জানান, আগাম কোনো নোটিশ ছাড়া তাকে গ্রেফতার করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি ফিরহাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584