নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণা করার আগেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে শাসকদলের নেতাকর্মী থেকে শুরু করে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা ৷
বৃহস্পতিবার বিজেপির দেওয়াল লিখন মুছে সেগুলিকে তৃণমূলের দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর তমলুকে ।বিজেপি নেতৃত্বদের অভিযোগ, যেসব দেওয়ালে ভোটের প্রচার সহ এলাকায় প্রভাব বাড়াতেই দেওয়াল লিখন করা হয়েছিল সেই দেওয়াল দখল করে নিয়েছে তৃণমূল ৷
পাশাপাশি নতুন করে দেওয়াল লিখন করতে গেলে তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। তমলুক পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা।অভিযোগ কয়েকমাস আগে থেকে এলাকার মানুষের থেকে সম্মতি নিয়ে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন এর জন্য দেওয়ালগুলিকে রেডি করে রাখে বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ বক্সা পাহাড়ের বাসিন্দাদের সরকারি সুবিধা প্রদান কালচিনি ব্লক প্রশাসনের
পরশু ও গতরাতে ১৬ নম্বর ওয়ার্ডে সমস্ত বিজেপির লেখা দেওয়াল গুলিকে মুছে টিএমসি লিখে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ। নতুন করে চুন বুলিয়ে লেখা হয়। দেওয়াল মালিকদের ও ভয় দেখানো হয় বলে অভিযোগ।তমলুক শহর তৃণমূলের সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের নেতা চঞ্চল খাঁড়ার নেতৃত্বে এলাকার দুষ্কৃতীরা এই কাজ করে।
বৃহস্পতিবার বিজেপি নেতৃত্ব ও কর্মীরা নতুন করে দেওয়াল লিখতে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়, হামলা চালানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায়।বিজেপির অভিযোগ পুলিশের সামনেই বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584