মনিরুল হক, কোচবিহারঃ
ফের তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দিনহাটার বুড়িরহাট এলাকায়। ঘটনাটি ঘটেছে বুড়িরহাটের নাজিরগঞ্জে। ওই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আহত ওই তৃণমূল কর্মীর নাম পরেশ বর্মন। তাকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ‘ অমিত শাহ গো ব্যাক ‘ স্লোগানে উত্তাল বিশ্বভারতী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বুড়িরহাটের নাজিরগঞ্জ এলাকায় তৃণমূল ও বিজেপি দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে বচসা বাধে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
তাদের মধ্যে পরেশ বর্মন নামে এক তৃণমূল কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক।
আরও পড়ুনঃ ধৃত যুবমোর্চার কর্মীদের মুক্তির দাবীতে শিলিগুড়িতে মিছিল বিজেপির
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এবিষয়ে তৃণমূল নেতা আব্দুল ছাত্তার বলেন, এদিন একজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাদের দলের কর্মীদের ওপর আক্রমণ করে। ফলে একজন তৃণমূল কর্মী আহত হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবিষয়ে স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বর্মন বলেন, আজকে বুড়িরহাটে বিজেপি দলের একটি সভা রয়েছে। সেই সভাকে বানচাল করার জন্য তৃণমূল নিজেরাই নিজেদের ওপর আক্রমণ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584