নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ২ নম্বর অঞ্চলের ক্যালগেড়্যা, মাইপুর উত্তর শীর্ষা, লাতেহেরী প্রভৃতি সংখ্যালঘু গ্রামের প্রায় শতাধিক পরিবার তৃণমূল ও বিজেপি দল ছেড়ে শামিল হন জাতীয় কংগ্রেসের পতাকার তলে।

তাদের মতে ক্ষেত মজুররা আজ অসহায়, ফসলের ন্যায্য দাম আদায় সহ মৌলিক অধিকার লড়াইয়ে জাতীয় কংগ্রেস ছাড়া আর কেউ নেই। শনিবার কেশপুর ব্লকের মাইপুর সহ ক্যালগেড়্যা গ্রামে পতাকা উত্তোলন করা হয় ও রাস্তায় জাতীয় কংগ্রেসের পতাকায় সাজিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ আশিঘর মোড়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শংসাপত্র প্রদান
তৃণমূল ও বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়া সকলের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত দলের নেতারা। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুল, জেলা যুব সহ সভাপতি সুহাসিস পণ্ডা, পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের কোঅর্ডিনেটর ও কেশপুর বিধানসভা যুব কংগ্রেসের সহ সভাপতি আজহারউদ্দিন মল্লিক সহ দলীয় নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584