সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
এবারে পশ্চিমবঙ্গে খবর সংগ্রহে গিয়ে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। রাজনৈতিক সংঘর্ষ প্রকাশ্যে আনতে বাধা দেওয়া হল সাংবাদিক ও ক্যামেরাম্যানদের।
বিজেপির কৃষি আইনের সমর্থনে আজ মিছিল ছিল নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি টেকার স্ট্যান্ড থেকে শুরু করে বাখড়াহাট পর্যন্ত।বিজেপির অভিযোগ যে, মিছিলের শুরু হতেই হঠাৎ এই মিছিলের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। রড,গাছের ডাল,ইঁট,বোমা নিয়ে অতর্কিতভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।বেশ কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ করে তারা।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় বাইকের দোকানে আগুন
আরও পড়ুনঃ কাকদ্বীপে দোকানে লরির ধাক্কা, আহত ২
পাশাপাশি বাওয়ালি টেকার স্ট্যান্ডে দুটো তিনটে দোকান ভাঙচুর চালায়। এছাড়াও তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে, তাদের দলীয় পার্টি অফিস ভাংচুর ও ৫ থেকে ৬ টি বাইক ভাংচুর করে বিজেপি। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
আর এই বিজেপি টিএমসির গন্ডগোলের খবর করতে গিয়ে নিগৃহীত হতে হয় সাংবাদিক সহ ক্যামেরাম্যানদের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাইকের চাবি খুলে নিয়ে, ফোন নিয়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি তাদের গালিগালাজ ও মারধোরও করা হয় বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584