রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর

0
43

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আবারও তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। এই সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের ১০জন। আশঙ্কাজনক অবস্থায় দুপক্ষের পাঁচ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

member injured | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূলের দাবি, তৃণমূল কর্মীর জমিতে থাকা সেচের পাইপ ফাটিয়ে দেওয়াকে কেন্দ্র করে বচসা ও সংঘর্ষ বাঁধে। আহত তৃণমূল কর্মী শেখ লোকিরুদ্দিনের অভিযোগ, শনিবার দুপুরে তার জমিতে থাকা সেচের জল দেওয়ার জন্য ব্যবহৃত পাইপ ফাটিয়ে দেয় বিজেপি কর্মীরা। সেই নিয়ে কথা বলতে গেলেই তাকে বেধড়ক মারধর করা হয় লাঠি রড দিয়ে। তাকে বাঁচাতে অন্যরা ছুটে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

injured | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ বিজেপি শিবির। আহত বিজেপি কর্মী ইসরাইল মির্জার অভিযোগ, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তাদের মারধর করে এলাকার তৃণমূল নেতৃত্ব। মূলত এলাকায় বিজেপি করার জন্যই তাদের মারধর করা হয়েছে বলে দাবি করে আহত বিজেপি কর্মী। অপর আহত বিজেপি কর্মী শেখ শফিকুল ইসলাম তৃণমূল পরিচালিত ক্লাবের ভেতর লাঠি রড বোমা মজুত করার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ অন্ধকারে প্রদীপের আসায় বিশ্বাস পরিবার

family member | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিলিগুড়িতে গৃহবধূকে খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা

ঘটনার পর তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য জব্বার মল্লিক অবশ্য বিজেপি কর্মীদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছে। তার দাবি, ঘটনার পিছনে জড়িত ব্যক্তিদের একাংশ দিন কয়েক আগেই বিজেপি ছেড়ে যোগ দিয়েছে তৃণমূলে। তৃণমূলের পতাকা নিলেও তারা ভেতরে ভেতরে বিজেপির হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছেন এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য।

দু পক্ষের তরফেই ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কেশপুর থানায়। ঘটনার পর গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here