শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
যখন যে বিষয় ভাইরাল, তখন সেই বিষয়ে নিজস্ব মন্তব্য জুড়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার টেকনিক আগে থেকেই রপ্ত করেছে বিভিন্ন দফতর। এবার মজার ছলে জোম্যাটোর মিমের মাধ্যমে ট্যুইটারে হাসির রোল তুলে সরকারের কাজের প্রচারের পথে নামল তৃণমূল।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ‘রসোরেমে কৌন থা?’ এই মিম ভাইরাল হয়ে গিয়েছে। ‘সাথ নিভানা সাথিয়া’ নামে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের একটি দৃশ্য নিয়ে ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেন সঙ্গীতশিল্পী যশরাজ মুখাটে। আর সেই ট্রেন্ডকে ফলো করেই তৃণমূল কংগ্রেস এবার টুইটারে পোস্ট করল, ‘খালি কুকার’ থাকবে না।’
Rasode mein ab Cooker khali nahi rahega !!@MamataOfficial ne June 2021 tak Bengal mein free ration ki ghoshna jo kar di hai 🤩 https://t.co/7WAi6ArDDR
— All India Trinamool Congress (@AITCofficial) August 24, 2020
রবিবার ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর তরফে একটি টুইট করা হয়। সেই টুইটে বলা হয়, ‘গ্যাসে খালি কুকার বসানোর থেকে ভালো হচ্ছে যে অর্ডার করে দিন।’ এটা ছিল তাদের তরফে প্রচারের টেকনিক।
আরও পড়ুনঃ পিএম কেয়ার ফান্ডের হিসাব আগে দিন, কোভিড-দুর্নীতি প্রসঙ্গে পাল্টা মুখ্যমন্ত্রী
সেটি রিটুইট করে তৃণমূলের তরফে বলা হয়, ‘রান্নাঘরে কুকার আর খালি থাকবে না!! ২০২১ সালের জুন পর্যন্ত বাংলায় বিনামূল্যে রেশনের ঘোষণা করেছেন।’ বিধানসভা নির্বাচনের মাধ্যমে এই ভাবে প্রচারের টেকনিককে ফের মাথা খাটিয়ে নিজস্ব প্রচারের পদ্ধতিকে তারিফ করছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584