তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান

0
90

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর লক্ষীনারায়ন হাইস্কুল প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Vijaya Sammilani | newsfront.co
নিজস্ব চিত্র

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, সাধারণ সম্পাদক গোপাল সাহা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা,তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক ও কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ত্রিপাঠি সহ আরও অনেকে। ওই অনুষ্ঠানে ব্যাপক মানুষের ভিড় হয়।

TMC supporters | newsfront.co
নিজস্ব চিত্র

ওই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন,বিজেপি কেশপুরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চক্রান্ত শুরু করেছে। কিন্তু কেশপুরের মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে কোনদিন কেশপুরের মাটিতে জায়গা করে দেবে না। সিপিএমের হার্মাদরা এখন বিজেপির বড় নেতা হয়েছে। তারাই কেশপুরের বিভিন্ন গ্রামে সন্ত্রাস সৃষ্টি করার চক্রান্ত শুরু করেছে, বলে জানান অজিত বাবু।

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ‘গার্ড অফ অনার’ না দেওয়ার অভিযোগ তুলে টুইট করে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের

মুখ্যমন্ত্রী ২০১১ সালে বলেছিলেন বদলা নয় বদল চাই। তাই বাংলার মানুষ ৩৪ বছরের সিপিএম সরকারকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। তাই তিনি ক্ষমতায় আসার পর কেশপুরে রক্ত ঝরেনি,একটা সিপিএম কর্মীকেও ঘর ছেড়ে যেতে হয়নি।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালের ফাইনের টাকায় অপুষ্টিতে ভোগা শিশুদের ডিম খাওয়াবে স্বাস্থ্য কমিশন

কারণ তৃণমূল কংগ্রেস শান্তি চায়। তৃণমূল কংগ্রেস যদি অশান্তি চাইত তাহলে আজকে কেশপুরের বুকে সিপিএম বড় বড় কথা বলতে পারত না। এদিনের সভায় একথায় বলতে শোনা গেল জেলা সভাপতির মুখে।

তিনি বলেন,”যারা একসময় কেশপুর কে রক্তাক্ত করেছে, যারা অবিভক্ত মেদিনীপুরে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছিল, যারা ছোট আঙারিয়া,নেতাই গণহত্যা ঘটিয়েছিল তারাই এখন বিজেপির বড় নেতা হয়ে উঠছেন। তারাই এখন তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছে দেখে নেওয়ার। তাদের একটি নেতা আছে যিনি কিনা দেখে নেওয়ার ও শ্মশানে পাঠানোর হুমকি দিচ্ছে।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়লাভ করবে বলে তিনি জানান। তিনি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here