বিজেপি প্রার্থী সহ কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
90

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

tmc attack to bjp candidate and member
নিজস্ব চিত্র

নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলের হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে।এই হামলায় আহত হয়েছেন তিন বিজেপি কর্মী।আহতদের স্থানীয় গোনাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

tmc attack to bjp candidate and member
বিজেপি প্রার্থী সহ কর্মীদের রাস্তা অবরোধ।নিজস্ব চিত্র

হামলার প্রতিবাদে বিজেপি কর্মীরা এদিন পথ অবিরোধ করে।এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

tmc attack to bjp candidate and member
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্ত নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বাইক র‍্যালীর মধ্য দিয়ে।প্রার্থীর সঙ্গে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি। তাদের র‍্যালি যখন পটাশপুরের পালপাড়া বাজারের পৌঁছায় ঠিক সেই সময় আচমকাই স্থানীয় তৃণমূলের এক নেতা সসেক এসাকের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ দেবাশীষ বাবুর।হামলাকারীরা মিছিলে থাকা প্রার্থীকেও মারধরের পাশাপাশি বেশ কিছু কর্মীকেও মারধোর করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ দার্জিলিঙে বিজেপি প্রার্থী নীরজ জিম্বার গাড়িতে হামলা

এই ঘটনার পরেই বিজেপি সমর্থকরা পালপাড়া মোড়ে অবরোধ শুরু করেন।রাস্তায় বসে পড়েন প্রার্থী নিজেও।এক ঘন্টা পেরিয়ে গেলেও এবং পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি।ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।প্রায় দেড় ঘন্টা পরে বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি জানিয়েছেন, “পটাশপুর ১ ব্লকের তৃনমুল নেতার নেতৃত্বে কয়েকজন বাইক বাহিনী এসে হামলা চালানো হয়েছে।ঘটনায় আমাদের দলীয় কর্মী উত্তম মাইতি,হেমন্ত পট্টনায়েক সহ নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার ও আহত হয়েছেন।” তিনি আরও বলেন, বাইক র‍্যালি করার জন্য প্রশাসনের আগাম অনুমোদন নেওয়া হয়েছিল।অনুমতি নিয়েই পটাশপুরের বাইক মিছিল করা হয়।

অন্যদিকে পটাশপুর ১ ব্লকের তৃনমুল ব্লক সভাপতি তাপস মাঝি তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “বাইক র‍্যালি যাওয়ার সময় পালপাড়া বস্তিতে অনুমতি না নিয়েই বিজেপির পতাকা লাগাচ্ছিল।তাই স্থানীয় গ্রামবাসীরা তাদের তাড়িয়ে দেয়।এই ঘটনার সঙ্গে তৃনমূলের কেউ জড়িত নয়।” ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here