পাশাপাশি তৃণমূল বিজেপি

0
97

শ‍্যামল রায়,কালনাঃ

TMC beside of BJP
পাশাপাশি।নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে দেশজুড়ে।এখন চারিদিকে ভোটের উত্তাপ।সেই আঁচ পড়েছে কালনা শহরেও।আর বেশি দিন বাকি নেই নির্বাচনের।সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রচার,মিটিং-মিছিল।সেয়ানে সেয়ানে টক্কর।এবলে আমায় দেখ তো ওবলে আমায়। পোস্টার-ফেস্টুন,দেওয়াল লিখনে ছয়লাপ করে দিয়েছে শহরজুড়ে।কিন্তু এ কী! কালনা শহরে যেন এক অদ্ভুত দেওয়াল লিখন।এক দেওয়াল লিখনে থমকে যেতে হয়।

কী লেখা তাতে?বিজেপি ও তৃণমূলের দেওয়াল একসঙ্গে ও পাশাপাশি lএকদিকে বিজেপিকে পদ্ম চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন অন্যদিকে আবার তৃণমূল বলছে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস ও তৃণমূল প্রার্থী সুনীল কুমার মন্ডল।দেওয়াল লেখা তাও আবার কালনার দাবাং নেতা কালনা পৌরপিতা দেবপ্রাসাদ বাগের বাড়ির ঠিক সামনে।

আরও পড়ুনঃ ভোট প্রচারকে কেন্দ্র করে বিজেপির কর্মী বৈঠকে উত্তেজনা

কিভাবে সম্ভব হল এই দেওয়াল লিখন?খোদ পৌরপিতার বাড়ির সামনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। ব্যাপারটা কী?

রহস্যের পর্দাফাঁস করলেন নেতারা নিজেই।’গণতন্ত্রের উৎসব যদি হয় নির্বাচন তবে সেই উৎসবে রাস্তায় পাশে থাকা বাড়ির দেওয়ার রাঙা হয়ে উঠবেই।আর ভোট শেষ হলেই রাজ্যে শুরু হয়ে যাবে জয়ের কাউন্টডাউন।তাই অভিনব উপায়ে ভোটের প্রচারে নেমে পড়েছে পূর্ব বর্ধমানের প্রার্থীরা।এবার তাঁরই প্রচারে এমন অভিনব পন্থা উদ্যোক্তাদের। উদ্যোক্তারা বলেন অনেকদিন ধরেই একটা চমক দেওয়ার ভাবনাচিন্তা চলছিল। উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় বসেই এই পরিকল্পনা মাথায় আসে।

সঙ্গে সঙ্গে শুরু করে দিই । দেশজুড়ে নির্বাচনের উৎসবের প্রচারে এর থেকে অভিনব ও চমকদার পন্থা হতে পারে না বলে মনে করি।’ ভোটের আবহে এই অভিনব প্রচার নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।উদ্যোক্তারাও মাঠে নেমে পড়েছেন প্রচারে। কালনা থেকে কাটোয়া দেওয়ালে অভিনব এই লিখন নজর কেড়েছে বহু মানুষের। সূত্রের খবর,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও খোঁজখবর নিতে শুরু করেছেন পাশা পাশি দেওয়াল লেখার প্রতিপক্ষের।

ভাবা যায়! হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী বলে কথা!এব্যাপারে বিজেপি নেতা সুশান্ত পান্ডের অভিযোগ, এলাকায় দেওয়াল লিখতে গেলে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে বাধা দিচ্ছে এবং মুছে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।যদিও এব্যাপারে তৃণমূলের নেতা তথা কালনা চেয়ারম্যান দেবপ্রাসাদ বাগ জানান,বিজেপি যে অভিযোগ করছে রাজ্যে গণতন্ত্র নেই,নির্বাচনে প্রচার করা যাচ্ছে না তাঁরা যে কত বড় মিথ্যে কথা বলছে তার প্রমান আমার বাড়ির সামনের দেওয়াল লিখন।সেখানে আমাদের দেওয়াল লেখার পরও তার পাশেই তাঁরা দেওয়াল লিখেছে,কেউ তাদের বাঁধা দেয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here