তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গড়বেতা

0
87

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Tmc bjp collision heated garbeta
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের আগে বিজেপি- তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার সন্ধিপুর এলাকা।তৃণমূলের অভিযোগ গতকাল দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী তাদের মারধর করে বলে অভিযোগ।

Tmc bjp collision heated garbeta
আক্রান্ত। নিজস্ব চিত্র

আহতদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে,এই ঘটনায় আহত ৪ নম্বর অঞ্চল সভাপতি সহ তৃণমূলের ৪ সক্রিয় কর্মী।যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি জেলা সম্পাদক মদন রুইদাস।তাঁর পাল্টা অভিযোগ গতকাল ওই এলাকায় ২৫০ জন বিজেপি কর্মীদের নিয়ে মোটরসাইকেল মিছিলের মাধ্যমে এলাকায় প্রার্থীর ভোট প্রচার করেন,সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী কিছু মহিলাদের উপর কটূক্তি করতে থাকেন,ফের আজ সকালে যখন পুনরায় সেই সব তৃণমূলের দুষ্কৃতী বাহিনী মহিলাদের উপর কটূক্তি করতে থাকে এবং এলাকার মেয়েরাই এর প্রতিবাদ করেছে।

তৃণমূল ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ। নিজস্ব চিত্র

যদিও গড়বেতার তৃণমূল ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন,”সন্ধিপুর এলাকায় আমাদের কিছু সক্রিয় তৃণমূল কর্মী দলীয় কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন তখন পিছন থেকে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী তাদের উপর চড়াও হয়,এবং বাঁশ, রড ও লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক মারা হয়,আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি।”

বিজেপি জেলা সম্পাদক মদন রুইদাস। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

যদিও এই ঘটনায় গড়বেতা থানার পুলিশ ৪ জনকে আটক করেছে,ইতিমধ্যেই গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here