তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কুঁচাই

0
63

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

tmc bjp collision heated kuchai
চিকিৎসাধীন আক্রান্তদের দেখতে নেতৃত্ব।নিজস্ব চিত্র

রাজনৈতিক সংঘর্ষে আহত পাঁচ,দিনভর উত্তপ্ত থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কুঁচাই গ্রাম। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল পিংলা বিধানসভার কুঁচাই এলাকার।অভিযোগ আজ সকালেই ওই অঞ্চলের বিজেপির নেতা মানস ঘোড়াই এর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা চড়াও হয় ৷ দুস্কৃতিদের বাধা দিতে গেলে ওই বুথের বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন৷আক্রান্তদের মধ্যে বুদ্ধদেব ঘোড়াই, মানস ঘোড়াই ও সমীর দাস পিংলা ও ময়না স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পরে বিজেপি’র দাপুটে নেতা আনিসুর রহমান ও ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সম্পাদক কালিপদ সেনগুপ্ত প্রথমে পিংলা থানার ওসির সাথে বিষয়টি নিয়ে অভিযোগ জানান৷ পরে হাসপাতালে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে তাঁরা দেখা করেন৷

tmc bjp collision heated kuchai 2
থানায়।নিজস্ব চিত্র

দলের তরফে আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন আনিসুর রহমান৷ কালিপদবাবু বলেন, ঘরছাড়া পরিবারগুলি যাতে দ্রুত এলাকায় ফিরতে পারেন প্রশাসনিক ভাবে তার ব্যবস্থা নিতে পিংলা ওসি’র কাছে আবেদন জানানো হয়েছে৷ তৃণমূলের তরফে ওই ঘটনা অস্বীকার করা হয়েছে৷

আরও পড়ুনঃ মেদিনীপুর মহিলা ক্রেডিট সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে আন্দোলনে আমানতকারীরা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here