নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে এসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে এক সাথে সমালচনা করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য্য ও সূর্য্যকান্ত মিশ্র। রবিবার আলিপুরদুয়ার জেলা সিপিমের সম্পাদকমন্ডলীর বৈঠক হয়।এই বৈঠকে সিপিমের রাজ্য সম্পাদক সুর্য্যকান্ত মিশ্র ও সিপিমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য্য যোগ দিয়েছিলেন।বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন দুই নেতা।সূর্য্যকান্ত মিশ্র বলেন,“এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছে তৃণমূল কংগ্রেস।এই কথা অনেকদিন আগেই জ্যোতি বসু বলে গিয়েছিলেন।এখন আবার রথ নিয়ে রাজ্যে যা হচ্ছে তাতেও বিজেপিকে আখেরে মদত দেওয়া হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছি। এই আন্দোলন আরও জোরদার করা হবে।” এদিন সাংবাদিক সম্মেলনে অশোক ভট্টাচার্য্য বলেন, “ কলকাতা পুরসভার মেয়র নির্বাচন নিয়ে যা হচ্ছে সবই অগনতান্ত্রিক, বেআইনি।এভাবে মেয়র নির্বাচন করা যায় না। শিলিগুড়ি পুরসভাকে বঞ্চিত করছে রাজ্য সরকার।কোন অর্থ দিচ্ছে না।বিভিন্ন পুরসভায় অগতান্ত্রিক ভাবে প্রশাসক বসানো হয়েছে।আমরা চাই সময়ের মধ্যে সব পুরসভার নির্বাচন করা হোক।”
আরও পড়ুন: দাসপুরে নতুন রাস্তা তৈরির কাজের উদ্বোধনে বিধায়ক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584