সরগরম সবং! রংবদলে রণাঙ্গনে চির প্রতিদ্বন্দ্বীদের লড়াই

0
258

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার খড়্গপুরে মনোনয়ন জমা দেওয়ার আগে মেদিনীপুর শহরে কালী মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। স্ত্রী গীতা ভুঁইয়ার স্থানে এবার সবং এ নিজেই তৃণমূল প্রার্থী তিনি। তাই বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার আগে অন্যান্যবারের মতো এবারও মেদিনীপুর শহরের বটতলা চক এলাকার কালী মন্দিরে পুজো দেন।

manas bhunia | newsfront.co
মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র

সবং বিধানসভা এলাকায় এবার বিজেপির প্রার্থী তারই চিরদিনের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন তৃণমূল নেতা অমূল্য মাইতি। বিজেপিতে যোগ দিয়ে অমূল্য মাইতি এবার সবং এলাকা থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন। মাঠে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি।

amulya maity | newsfront.co
অমূল্য মাইতি। ফাইল চিত্র

তারই বিরুদ্ধে এবার তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন মানস রঞ্জন ভুঁইয়া। এদিন মানস ভুঁইয়া বলেন, “২০২৩ সাল পর্যন্ত আমার সাংসদ হিসেবে থাকার কথা ছিল, কিন্তু নেত্রী আমাকে বিধানসভার যোগ্য মনে করেছেন তাই তার নির্দেশে আমি এই প্রার্থী পদে লড়তে চলেছি। তবে আমি কাউকেই প্রতিদ্বন্দ্বী হলেও শত্রু বলে মনে করি না।”

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ারে মিছিল

মানস ভুঁইয়া এদিন সিবিআই এর নোটিশ প্রসঙ্গে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “আমি এখনও এরকম কোনো নোটিশ পাইনি, নোটিশ পেলে সে বিষয়ে মন্তব্য করব। তবে এই ধরনের বিষয়গুলি কি সেগুলো আপনারা সকলেই জানেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here