শ্যামল রায়,কালনাঃ
শনিবার কালনা- কাটোয়া মহকুমা জুড়ে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। কালনা মহকুমার কালনা২ নম্বর ব্লকে ১ নম্বর ব্লক পূর্বস্থলী ১ও২ নম্বর ব্লকে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতারা। আসামের উদ্বাস্তুদের প্রতি আসাম সরকারের তালিকা থেকে বাদ দেওয়ায় প্রতিবাদে এই আন্দোলন এবং উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সাংসদ বিধায়ক মন্ত্রীরা আসামে গেলে তাদের উপর হেনস্থার প্রতিবাদে এই কালা দিবস’এর ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
এদিন বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পূর্বস্থলী রেল স্টেশনে।
আসাম সরকার এবং বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূলের নেতা নেত্রীরা। উদ্বাস্তুদের উপর এই ধরনের আক্রমণ এবং অবৈধ নাগরিক হিসাবে ঘোষনার প্রতিবাদে তীব্র ভাষায় প্রতিবাদ করেন উপস্থিত নেতারা।
উপস্থিত ছিলেন তপন চট্টোপাধ্যায় পংকজ গঙ্গোপাধ্যায় তাপস চৌধুরী প্রমুখ।
অন্যদিকে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কালা দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী রেজাউল হক মেহেবুব চৌধুরীসহ অনেকে।
কাটোয়াতে ও কালা দিবস পালিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া ২ নম্বর ব্লকে নরেশ চন্দ্র মণ্ডল সুব্রত মজুমদার গৌতম ঘোষাল।
কালনা ২ নম্বর ব্লকে কালা দিবস এর নেতৃত্বে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় সহ অনেকে।
পূর্বস্থলী ১ নম্বর এ তৃণমূলের কালা দিবস এ উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ দিলীপ মল্লিক পরিমল দেবনাথ নবকুমার কর প্রমুখ।
কালনা ১ নম্বর ব্লকে উপস্থিত ছিলেন শ্রাবণী পাল রাজকুমার পান্ডে উমাশঙ্কর সিংহ রায়।
মন্তেশ্বর বিধানসভা এলাকায় উপস্থিত ছিলেন বিধায়ক সৈকত পাজা আজিজুল হক স্বপন ঘোষ তড়িৎ কান্তি রায়।
সমস্ত জায়গায় কালা দিবস উপলক্ষে বিজেপি সরকারের তীব্র কটাক্ষ করেন। উদ্বাস্তুদের ওপর অবৈধ নাগরিক আটক না দেওয়ায় তীব্র ভাষায় প্রতিবাদ করেন উপস্থিত নেতারা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584