নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বড়দিনের প্রাক্কালে শীতকে উপেক্ষা করে সান্তাক্লজের পোশাকে কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় নামলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শংকর চক্রবর্তী।

রাস্তায় সান্তাক্লজের পোশাকে তৃণমূল নেতাকর্মীরা, নেতৃত্ব দিচ্ছেন জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, সাথে জেলা কমিটির সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী। রাস্তায় যে সমস্ত ভবঘুরেরা থাকেন যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, বড়দিনের প্রাক্কালে তাদের কাছে শীতবস্ত্র উপহার হিসেবে পৌঁছে দিতেই তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন নেতৃত্ব।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে আসছেন অভিষেক, সভাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে ঘোরেন তারা। বালুরঘাট বাজার, বালুরঘাট থানা মোড়, বাস স্ট্যান্ড এবং মঙ্গলপুর মোড়েও শীতবস্ত্র বিতরণ করেন ভবঘুরেদেরকে। শীতবস্ত্র পেয়ে খুশি ওরাও। সান্তাক্লজ কি? বড়দিন বা কি? সে ধারনা না থাকলেও শীতের রাতে শীত বস্ত্র হাতে পেয়ে স্বাভাবিক কারণেই খুশি পাগল ও ভবঘুরেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584