মোদির জনসভার পালটা মেদিনীপুরে লক্ষাধিক জমায়েতের চ্যালেঞ্জ

0
107

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আগামী পরশুদিন অর্থাৎ ২৮ জুলাই মেদিনীপুর কলেজ মাঠে রয়েছে এক বিশাল জনসভা৷ বিজেপির পালটা জনসভা করছে তৃণমূল কংগ্রেস৷ গত ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভার ডাক দেন৷ আর তারপরই শশব্যস্ত হয়ে জনসভা সফল করতে ঝাঁপিয়ে পড়ছে জেলা তৃণমূল নেতৃত্ব৷ ঠিক একই স্থানে তৈরি হচ্ছে সভামঞ্চ, মেদিনীপুর কলেজ মাঠে যে স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন সেই একই স্থানে জনসভা করা হচ্ছে৷ তৃণমূল কংগ্রেস নেতা রমাপ্রসাদ গিরী, গোপাল সাহা, অজিত মাইতি সহ একাধিক নেতৃত্বরা প্রায় রোজই মাঠ পরিদর্শন করছেন৷ আজ সকাল থেকে ভারী বৃষ্টির জেরে সমগ্র মাঠ জলে পরিপুর্ণ তাসত্ত্বেও রমাপ্রসাদ গিরী মাঠ পরিদর্শন করেন৷ সাথে ছিলেন গোপাল সাহা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা৷ রমাপ্রসাদ গিরী বলেন বৃষ্টিকে উপেক্ষা করে লাখ লাখ মানুষের ভিড় হবে এই জনসভায়৷

বৃষ্টি উপেক্ষা করে সভামঞ্চের প্রস্তুতির পরিদর্শন জেলা নেতৃত্বের।নিজস্ব চিত্র

খোলা মঞ্চে বক্তব্য রাখবেন রাজ্য নেতৃত্বরা৷ বিজেপি সরকারের টাকা আছে তাই তারা শামিয়ানা করেছিল, তৃণমূল কংগ্রেসের এত টাকা নেই তাই খোলা মঞ্চকেই বেছে নেওয়া হয়েছে৷ অন্যদিকে রমাপ্রসাদ বাবু আরো বলেন যে ২১ জুলাই শহীদ দিবসে যেভাবে মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভীড় করেছিলেন ঠিক তেমনই ২৮ জুলাইয়ের সভাতেও হবে৷ প্রতিবেশী রাজ্যগুলি থেকে লোক এনে সভায় ভীড় করিয়েছিলেন মোদীর দল৷ ২৮ জুলাই কেবল মাত্র পশ্চিম মেদিনীপুর জেলা থেকে লাখ লাখ মানুষের সমাগম বুঝিয়ে দেবে যে বিজেপি’র দরকার নেই এই রাজ্যে৷ রোজই ছোট বড় পথ সভা, মিটিং মিছিল করা হচ্ছে ২৮ জুলাই জনসভার সমর্থনে৷ সভায় মুখ বক্তা হিসেবে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here