তৃণমূল কোম্পানিতে পরিণত হয়েছে- কেতুগ্রামে নব্য বিজেপি নেতা শুভেন্দুর তোপ

0
99

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নব্য বিজেপি শুভেন্দু অধিকারীর এই প্রথম রাজনৈতিক সভা বিজেপির হয়ে। কেতুগ্রামের গেরুয়া মঞ্চ থেকে এ দিন শুভেন্দু তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসকে। স্পষ্ট জানালেন, তৃণমূলকে জন্মলগ্নে আশ্রয় দিয়েছিল বিজেপি।

bjp member suvendu | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

রাজনৈতিক নীতি আদর্শ বিসর্জন দিয়ে তাঁর প্রাক্তন দল আজ একটি কোম্পানিতে পরিণত হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।কেতুগ্রামের জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ দাবি করেন, ১৯৯৮ সালে, লালকৃষ্ণ আদবানি যদি তৃণমূলের পাশে না দাঁড়াতেন তবে জন্মলগ্নেই শেষ হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান করে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন যে, যতই তৃণমূল কংগ্রেস আজ তাঁকে মীরজাফর বলুক, কিন্তু তিনি রাজনৈতিক নৈতিকতা বজায় রেখে মন্ত্রীত্ব, বিধায়ক পদ এবং অন্যান্য সরকারি পদ-সহ তৃণমূলের প্রাথমিক সদস্য পদ সব ছেড়ে তারপর বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ শাহের অভিযোগ মিথ্যার বেসাতি, পরিসংখ্যান দিয়ে দাবি সৌগতর

কেতুগ্রামের গেরুয়া মঞ্চ থেকে তাঁর দাবি, তৃণমূল আজ একটি কোম্পানিতে পরিণত হয়েছে, আর পার্টি নেই। দেড় জন মিলে একটা দল চালাচ্ছে, যেটা কোনভাবেই রাজনৈতিক দল নয়। ওই সভা মঞ্চ থেকে শুভেন্দুর দাবি, ২০০৪ লোকসভা ভোটে তৃণমূলের হয়ে কেউ তমলুকে লড়তে চায়নি, তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন।

এদিনের সভায় শুভেন্দু আরও বলেন, “পার্টিকে বলব আমাকে বিধানসভার টিকিট দিতে হবে না। এমনিতেই খাটবো। ২০ ঘন্টা খাটবো, পরিবর্তনের পরিবর্তন চাই। সবাই মিলে লড়ব নতুন বাংলা গড়বো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here