নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় প্রকল্পের সব টাকা মমতার লোক খেয়ে গেছে,আর ভোটের সময় বাংলায় লোক ভোট দিতে পারছে না,সহ বিভিন্ন ইস্যু নিয়ে মমতাকে খোঁচা বিজেপি সভাপতি অমিত শাহের।
পশ্চিম মেদিনীপুর সফরে ঘাটালে সভা করার পর কেশিয়াড়ি কলাবনিতে দিলীপ ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলের নানা দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন,”পুরো বাংলায় টোল ট্যাক্স নিয়ে ঘেরা।” এনআরএস প্রসঙ্গে তিনি বলেন,”শরণার্থীদের বাংলায় নাগরিকত্ব দেওয়া হবে আর অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।”সারা রাজ্য জুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন।পশ্চিমবঙ্গে নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি চিত্র ফুটে উঠেছে।অমিত শাহ মন্তব্য করেন,”বাংলায় সব লোক ভোট দিতে পারছে না আর তার পরেও মমতা হারবে।”
আরও পড়ুনঃ ঘাটালের নির্বাচনী জনসভায় ‘রাম নাম’ নিয়ে চ্যালেঞ্জ অমিতের
দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাধাবল্লভপুরে মুখ্যমন্ত্রী কনভয় যাওয়ার সময় বেশ কয়েকজন যুবক জয় শ্রীরাম বলে ওঠে।তাতেই ক্ষিপ্ত হয়ে ওই ধমকাতে থাকে মুখ্যমন্ত্রী।এই প্রসঙ্গে অমিত শাহ বলেন,”আমিও বলছি জয় শ্রীরাম,তাতে যে যাই করুন।”
ভোট প্রচারে এসে দিলীপ ঘোষের জয়ের লক্ষ্যে বারবার রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584