নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এক কর্মচারীকে চড় মারার ঘটনায় সহকারি সভাধিপতি তথা জেলা তৃণমূল কো অর্ডিনেটর ললিতা টিগ্গা কে দলীয় স্তরে শোকজ করা হল। জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকের পর এ কথা জানালেন জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র।
গত তিনদিন আগে সহকারি সভাধিপতি ললিতা টিগ্গা নিজস্ব ব্যবহারের গাড়ির তেলের বিল নিয়ে বচসার জেরে জেলা পরিষদের কর্মী নিশীথ রঞ্জন সরকার কে শারীরিক নিগ্রহ করেন। এরপরই জেলা পরিষদের সমস্ত কর্মীরা সহকারি সভাধিপতি ললিতা টিগ্গার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করে। দুইদিন কর্মবিরতির পর, এদিন সভাধিপতি লিপিকা রায় জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ছ’জনের কোর কমিটি তৈরি করে জেলার রাশ ধরলেন মমতা
পাশাপাশি জেলা পরিষদে উপস্থিত হন জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র। যদিও ওই ঘটনার পর থেকে এ দিন পর্যন্ত জেলা পরিষদে আসেননি সহকারি সভাধিপতি ললিতা টিগ্গা। সভাধিপতি লিপিকা রায়ের আশ্বাসে এদিন থেকে জেলা পরিষদের কাজ শুরু করেন কর্মীরা।
পাশাপাশি দলীয় স্তরেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র। তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। জেলা পরিষদের সদস্যদের নিয়ে এ বিষয়ে বৈঠক হয়েছে। কথা বলা হয়েছে কর্মচারীদের সাথেও। পাশাপাশি তৃণমূলের দলীয় স্তরে এই ঘটনায় ললিতা টিগ্গা কে শোকজ করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584