নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংগঠনের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস চক্রবর্তী,কোঅর্ডিনেটর বিধায়ক শিউলি সাহা,ব্লক সভাপতি সেবব্রত ঘোষ,তৃণমূল নেতা অনুপ কুমার ও অসীম সিংহ সহ আরও অনেকে। ওই বৈঠকে দলের সংগঠন নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
সেই সঙ্গে বুধ ভিত্তিক সংগঠন নিয়ে লাগাতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভা নির্বাচনের আগেই গড়বেতা বিধানসভা এলাকায় দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরের চার করোনা জয়ী পাড়ি দিল কলকাতা স্বাস্থ্যভবনে
সেই সঙ্গে প্রতিটি কর্মীকে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনে দলের নেতৃত্বকে জানানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও প্রতিটি এলাকার উন্নয়নে স্বচ্ছতা রাখারও নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির মোকাবিলা করার জন্যও বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিধায়ক শিউলি সাহা দলের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে মানুষের স্বার্থে কাজ করার জন্য নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584