মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্যে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে ২২ জন এই ভাইরাসে আক্রান্ত হবার খবর মিলেছে। রাজ্যে ২ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্বিতীয় রোগীর মৃত্যু হয়৷ করোনার মত মহামারি থেকে বাঁচাতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্র ও রাজ্য সরকার।
করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ তহবিল। সেই তহবিলে দান করে এগিয়ে এসেছেন অনেকেই। এবার করোনা ভাইরাসের মোকাবিলায় নিজের একটি বহুতল হোটেলকে কোয়ারেন্টাইনের জন্য দিতে চেয়ে জেলা শাসককে চিঠি দিলেন কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বীরেন কুন্ডুর পুত্র তথা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শুভজিৎ কুণ্ডু।
আরও পড়ুনঃ আইসোলেশন ক্যাম্পের জায়গা পরিদর্শন
এদিন কোচবিহার জেলা শাসককে ওই চিঠি দিয়ে শহরের নতুন বাজার এলাকায় থাকা নিজের ওই হোটেলটি কোয়ারেন্টাইন করার প্রস্তাব দেন শুভজিৎ কুণ্ডু।
শুভজিৎ কুণ্ডু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠিন সময়ে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তা দেখে আমি অনুপ্রাণিত। এই সময় আমি ও আমার বিভিন্ন প্রতিষ্ঠান যদি মানুষের সেবায় কাজে লাগতে পারি, সেই জন্য জেলা শাসকের কাছে ওই হোটেলটি কোয়ারেন্টাইন করার প্রস্তাব দিয়েছি”।
করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু করোনার মত এই মহামারি রুখতে দরকার বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিকাঠামো। দেশজুড়ে তথা রাজ্য জুড়ে চলছে এই স্বাস্থ্য পরিকাঠামো গুলো তৈরি করার কাজ, যদিও কোচবিহার জেলায় এখনো পর্যন্ত কোনও করোনা পজেটিভ পাওয়া যায়নি। কিন্তু ভিন রাজ্যে থেকে বহু মানুষ ইতিমধ্যে জেলায় এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু করোনা মোকাবিলায় সেরকম পরিকাঠামো নেই জেলায়। শুভজিৎ বাবুর নতুন বাজার এলাকার ওই হোটেলে বহু রুম রয়েছে। যা কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করলে করোনা সন্দেহে থাকা অনেককেই সেখানে রাখার মত ব্যবস্থা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584