নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এনআরসি নিয়ে অযথা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গে এনআরসি লাগু নিয়ে কোনরকম আলোচনাই হয়নি ডেবরার এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে দাবি করলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। তার দাবি তৃণমূল বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরীর জন্যই এনআরসির প্রচার চালাচ্ছে।

প্রসঙ্গত এর আগে অবশ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবারই দাবি করে এসছে পশ্চিমবঙ্গে লাগু হবে এনআরসি। এনআরসি নিয়ে বিজেপির অন্দরেই দু’ধরনের কথায় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে বলে দাবি রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের বিরুদ্ধে পয়সা দিয়ে পুজো কেনার অভিযোগ দিলীপের
পশ্চিম মেদিনীপুর জেলার ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ মিটিং করে জেলার পদাধিকারীদের নিয়ে। উপস্থিত ছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। রাজ্য কমিটির সহ সভাপতি, মাফুজা খাতুন, ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি কাশীনাথ বোস সহ অন্যান্য জেলার নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584