নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউন উঠলেও দুঃস্থদের সাহায্য করে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার ভগবানপুরে শতাধিক দুঃস্থের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। রতুয়া-১ ব্লক টিএমসিপি নেতা সাহিদ আকতার বলেন, ভগবানপুরে অনেকেই সঙ্কটে রয়েছেন জানতে পারি। তারপরেই আজ তাদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়িয়ে একাধিকবার খাদ্য সামগ্রী তুলে দিয়েছে রতুয়া-১ ব্লক টিএমসিপি নেতৃত্ব। দু দিন আগে দু দিন ধরে কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের রান্না করা খাবারও খাইয়েছেন তারা।
আরও পড়ুনঃ হাতের কাজের তৈরি জিনিস দিয়ে প্রদর্শনী আবাসিকদের
রবিবার ও সোমবার সামসি কলেজ হোস্টেলে থাকা শ্রমিকদের জন্য খাবার রান্না করে পৌঁছে দেয় ছাত্র সংগঠনের সদস্যরা। হোস্টেলে থাকা ভিনরাজ্য থেকে ফিরে আসা ১৩০ জন শ্রমিককে ডিমের ঝোল, ভাত, আলু সয়াবিনের তরকারি খাওয়ানো হয়েছিল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584