টানা ৭১ দিন ধরে দুপুরের খাদ্য সরবরাহ তৃণমূলের

0
35

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

করোনা সতর্কতায় দেশ জুড়ে লকডাউন। বন্ধ হোটেল থেকে অন্যান্য দোকানপাট। চরম সমস্যায় পড়েছিলেন দক্ষিণ বঙ্গের অন্যতম প্রাচীণ ও বৃহত্তম সরকারী চিকিৎসাকেন্দ্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়রা। এই অবস্থায় লকডাউনের প্রথম দিন থেকে শুরু করে এখানে চিকিৎসা করাতে এসে আটকে পড়া সমস্ত রোগীর পাশে দাঁড়িয়েছিলেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মধ্যক্ষ শিবাজী ব্যানার্জী।

food distribution | newsfront.co
নিজস্ব চিত্র

শিবাজী ব্যানার্জীর উদ্যোগে এবং যুবনেতা দেবদাস দাস -এর পরিচালনায় কখনো ছাতা, আবার কখনো দুপুরের খাবার তুলে দেওয়া হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়। দীর্ঘ ৭১ দিন ধরে নিয়মিত প্রায় ২০০ – ৩০০ মানুষের দুপুরের খাবারের আয়োজন করা হয়। আজ ৭১ তম দিনেও ভাত তরকারি এবং মাংস তুলে দেওয়ার পর আজ থেকে বন্ধ করে দেওয়া হবে এই পরিষেবা।

আরও পড়ুনঃ ফালাকাটার শ্রমিক মহল্লায় র‍্যালি

তবে অন্য কোন পরিস্থিতিতে এইভাবেই পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আগামীকাল থেকে খুলে যেতে চলেছে বিভিন্ন দোকানপাট – হোটেল। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর আত্মীয় বালক বক্সী বলেন, এই লকডাউন পরিস্থিতিতে দুপুরের খাবার পেয়ে তারা খুব উপকৃত হয়েছেন। কারণ এই রকম পরিস্থিতিতে বন্ধ ছিল বিভিন্ন দোকানপাট থেকে হোটেল। মানুষকে বাঁচাবার জন্য ধন্যবাদ জানালেন এ সমস্ত মানুষদের যারা তাদের মুখে দুপুরের অন্ন তুলে দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here