জৈদুল সেখ, কান্দীঃকান্দী ব্লকের প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বীয় জয়ী বা দখল করলো তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য রাম নবমীতে কান্দিতে বিজেপি যে উৎসাহ দেখা গেছিল, ভোটে তার প্রভাব ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী সিপিএমের কান্দী এরিয়া কমিটির সম্পাদক সরূপ মুখার্জির অভিযোগ গণতন্ত্রকে যারা হত্যা করে নমীনেশন জমা দিতে বাঁধা দেয়, তাদের মুখে জয়ী বড়ই লজ্জাকর।
মহলন্দী ১ নং নম্বরে গ্রাম পঞ্চায়েতে ১টি জেলা পরিষদ, ৩টি পঞ্চায়েত সমিতি এবং ১২ টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস।
এছাড়া মহলন্দী ২ নং গ্রাম পঞ্চায়েতে
১টি জেলা পরিষদ, ৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৩ টি গ্রাম পঞ্চায়েতে একই ভাবে জয়ী হলো শাসক দল।
এই ব্যাপারে বিরোধী পার্টি সফিউর রহমান ব্যঙ্গ করে বলেন ” উন্নয়ন নামে যারা গুন্ডাবাহিনী নিয়ে নমীনেশিন ছিড়ে ফেলে দেয়, তাদের কে বলুন ভোটে লড়াই করতে “চুন কে চুন আর পানি কে পানি হয়ে যাবে ”
এই জয়ে পুরাতন তৃণমূল সদস্যরা খুব একটা খুশি বলা যাচ্ছে না। জীবন্তির তৃণমূল সদস্যরাও মনোমত প্রার্থী দিতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584