কলকাতার রাজপথে যুদ্ধ বিরোধী মিছিল একাধিক সংগঠনের

0
95

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে শান্তির মিছিল অনুষ্ঠিত হয়েছে কলকাতার রাজপথে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে উচ্চ আওয়াজ ছিল এই বলে- ‘যুদ্ধ নয়, শান্তি চাই’।
শনিবার কলকাতার নারী তৃণমূল কংগ্রেস মিছিলটি বের করে। মিছিলটি দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে শুরু হয়ে এক্সাউড মোড়ে গিয়ে শেষ হয়।

TMC rally to peace in Russia Ukraine war
ছবিঃ সংগৃহীত

অপরদিকে বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই শান্তির মিছিল বের করে উত্তর কলকাতার মৌলালীর মোড় থেকে চলে ধর্মতলা পর্যন্ত। আরেকটি রাজনৈতিক দল সিপিডিআর শান্তির মিছিল বের করে কলকাতার পার্ক স্ট্রিটের মাদার তেরেসার ভাস্কর্য থেকে। মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়। মিছিলে কলকাতার সাধারণ লোকজন অংশ নেয়। সবার কণ্ঠে ছিল যুদ্ধ বিরোধী, শান্তির পক্ষে স্লোগান। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ান বাহিনীকে নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর তিন দিন ধরে চলছে এই সংঘাত। শনিবার সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে উভয় পক্ষের সেনাদের সংঘর্ষ চলছে। ভোর থেকেই কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা ও ব্যাপক গোলাগুলি হয়েছে।

আরও পড়ুনঃ এসএফআই-এর মিছিলে রণক্ষেত্র আমতা, গ্রেপ্তার এসএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জী

স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেনের সরকার। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর এখন পর্যন্ত সাড়ে তিন হাজার রুশ সেনাকে হত্যা করেছে তাদের সামরিক বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here