নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পৃথক রাজ্যের দাবি তোলায় এবার বিজেপির দুই সাংসদ সৌমিত্র খাঁ ও জন বার্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। অভিযোগ করেছেন আলিপুরদুয়ার যুব তৃণমূলের জেলা সভাপতি বাবলু কর।
তিনি অভিযোগ করেন, বিজেপির এই দুই সাংসদ সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বঙ্গ ভাগ নিয়ে নানা বিবৃতি দিচ্ছেন। যা মানুষকে বিভ্রান্ত করছে। আর তারই প্রতিবাদে তৃণমূলকর্মীরা আলিপুরদুয়ার থানার বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং দায়ের করে এফআইআর। শুধু তাই নয় এর পাশাপাশি সৌমিত্র খাঁ এবং জন বার্লাকে গ্রেফতার করারও দাবি জানান তারা।
আরও পড়ুনঃ লোকসভার স্পিকারের কাছে নুসরতের সাংসদ পদ খারিজের দাবি বিজেপি সাংসদের
উল্লেখ্য, গত সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জঙ্গলমহলকে এবং তার কিছুদিন আগে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে গঠনের দাবি জানান। বিজেপির এই দুই সাংসদের দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর ফলে অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি।।
আরও পড়ুনঃ অত্যাধিক বৃষ্টিতে অগ্নিমূল্য বাজার, পকেটে টান বাঙালির
প্রসঙ্গত, এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘বিজেপির এই উত্তরবঙ্গ প্রচারের পিছনে রয়েছে সূক্ষ রাজনীতির চাল, যা পুরোটাই পরিকল্পিত।’ অপরদিকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ওনাদের এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন প্রচারমুখী। ঝাড়গ্রাম সহ যে জেলার নাম সৌমিত্র খাঁ বলেছেন সেখানে বিজেপি গোহারা হেরেছে। এটা বিজেপির বড় গেম প্ল্যান।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584